টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে
টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে আমরা অনেকেই জানি না যে টমেটো দিয়ে কি
কাজে ব্যবহার হয়।চলুন আমরা জেনে নেই যে টমেটোর কি কি গুনাগুন রয়েছে এবং কোন
কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না,আবার ছেলেদের ত্বকের
যত্নে টমেটো রয়েছে এসকল বিষয় জানতে হলে অবশ্যই নিচের আর্টিকেলগুলো মনোযোগ সহকারে
পড়তে হবে।
টমেটোর স্লাইস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টমেটো দিয়ে রূপচর্চা করা যায়
অনেকেরই জানা নেই।টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে তাই আমরা প্রথমে জেনে
নেই যে টমেটো দিয়ে কি আসলে রূপচর্চা করা যায়।তাহলে আমাদের নিচে আর্টিকেলগুলো
মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পেজ সূচিপত্রঃ টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে
ভূমিকা
টমেটুতে কি কি ভিটামিন রয়েছে কতটুকু পুষ্টি গুণাগুণ রয়েছে স্বাস্থ্যের জন্য
ভালো কিনা সবাই খেতে পারবে কি,এবং টমেটো কি কাজে ব্যবহার হয় আর শরীরের জন্য কি
কি উপকারে আসে টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে এ সকল পুরো বিষয়
জানতে হলে আমাদের নিচে আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
টমেটো খেলে কি ওজন কমে
টমেটো খেলে কি ওজন কমে আমরা জানি যে টমেটোর ভিতরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি ও
অ্যান্টিঅক্সিডেন্ট,অক্সালেট,যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওজন
কমাতে সাহায্য করে।তাছাড়া টমেটো আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন খাবারে
সালাদ হয়,সস বানানো হয়,আরো বিভিন্ন রান্না কাজে ব্যবহার করা হয়।তাছাড়া টমেটো
শীত মৌসুম ছাড়া ও সারা বছরে এই টমেটো পাওয়া যায়।
টমেটো মুখে মাখার উপকারিতা কি
কি রয়েছে এই
টমেটোর মধ্যে পটাশিয়াম
এবং ভিটামিন সি ক্যালরি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে।আমরা যদি প্রতিনিয়ত এই টমেটো কাঁচা খেতে পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন উপকারে
আসবে এবং ক্ষয়পূরণ বৃদ্ধি করবে।এই টমেটোর মাধ্যমে শরীরে বিভিন্ন হাড়ের ব্যথা ভাল
হয় বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা রয়েছে।
আবার অতিরিক্ত টমেটো খাওয়া যাবে না
শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।তবে এই টমেটোর মধ্যে রয়েছে সায়ামিন নায়াসিন,যা শরীরের ক্লোরস্টোররেল ঘটাতে
সাহায্য করে।সাধারণত টমেটো খেলে শরীরের হার্ট ভালো থাকে কিডনি ভালো থাকে এবং
শরীরকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।তাছাড়া শুধু শরীরে নয় বিভিন্ন অঙ্গ পতঙ্গ
বিভিন্ন অংশে কাজে লাগে এবং সুস্থতা বজায় রাখে।
টমেটো খাওয়ার উপকারিতা
টমেটো খাওয়ার উপকারিতা আমরা সাধারণত জানি যে টমেটো শীত মৌসুম ছাড়াও সারা বছর এই টমেটো পাওয়া
যায়।টমেটো খেলে জ্বর সর্দি কাশি থেকে রক্ষা করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে
যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা টমেটো প্রতিনিয়ত খেতে পারেন।তাছাড়া যাদের
শরীরে ত্বকের সমস্যা রয়েছে এবং শরীরে দুর্বলতা রয়েছে তারা এ টমেটো নিয়মিত খেতে
পারেন এতে স্বাস্থ্যর জন্য উপকারী একটা উপাদান।
এ টমেটো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন-এ যা আমাদের শরীরে রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।তাছাড়া এই টমেটো আমরা প্রতিনিয়ত খেতে পারি যা
আমাদের শরীরকে সতেজ ও ভালো রাখে।
এবং এই টমেটো ছোট বড় সকলে খেতে পারে, অতিরিক্ত
মাত্রায় খেলে শরীরের ক্ষতি হতে পারে কারণ এতে এন্টিঅক্সিডেন্ট রয়েছে।তবে এই টমেটো খেলে শরীরের ব্যথা ভালো হয়,চেহারা ভালো থাকে,শরীর সতেজ থাকে।আবার এই
টমেটো দিয়ে আমরা রেসিপি তৈরি সস তৈরি হয় খাবার সালাদ পরিবেশন করা হয়।তবে
টমেটোতে ক্যালোরি অনেক কম রয়েছে যা সকলে খেতে পারে।
আরও পড়ুনঃ ছেলেদের যত্নে টমেটোর উপকারীতা
তবে এই টমেটো আমাদের বাংলাদেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় আমদানি রপ্তানি করা
হয়।যা দেশের গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে।তাছাড়া টমেটোতে রয়েছে বিভিন্ন
উপাদান যা শরীরের তাপমাত্রা কে বাড়িয়ে শরীরকে আরোও শক্ত মজবুত গড়ে তুলে।তবে
আমাদের জানতে হবে যে প্রতিনিয়ত টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে কি
পরিমাণ মতো টমেটো খেতে হবে শরীরকে সুস্থ রাখবে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য
করবে।
টমেটো মুখে মাখার উপকারিতা
টমেটো মুখে মাখার উপকারিতা টমেটো যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা ভালো রাখতে
সহায়তা করে।এর মধ্যে রয়েছে বিভিন্ন উপাদান যেমন পটাশিয়াম ভিটামিন এ,ভিটামিন
সি,লাইকোপেন।ত্বককে ভালো রাখতে গেলে অবশ্যই নিয়মিত টমেটো ব্যবহার করতে হবে এবং
পরিমাণ মতো ব্যবহার করতে হবে।টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে যেমন বাটির
মধ্যে দুই ভাগ করে কেটে পিউরি বানিয়ে তারপর মিশিয়ে মিশ্রণ করে ১০-১৫ মিনিট ত্বকে
লাগিয়ে রাখতে হবে।
তারপর কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে এবং নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা
বাড়বে।তাছাড়া আমরা যদি টমেটো প্রতিদিন খাই তাহলে আমাদের শরীরকে এবং ভিতর থেকে
ত্বককে ভালো রাখতে সাহায্য করবে।কারণ এতে রয়েছে নায়াসিন থায়ামিন,ভিটামিন সি,ভিটামিন-এ এবং বিটা ক্যারোটিন।আমরা যদি প্রতিনিয়ত কাঁচা টমেটো খেতে পারি তাহলে
আমাদের হাড়ের ব্যথা কমে যাবে এবং ত্বককে ভালো রাখতে সাহায্য করবে।
আরও পড়ুনঃ টমেটো খাওয়ার বিশেষ কিছু উপকারীতা
তাছাড়া আমাদের শরীরে রয়েছে লোমকূপ যার মধ্যে অনেক ময়লা জমে থাকে, যার কারণে
ত্বক জ্বালাপোড়া করে এ থেকে রক্ষা পেতে আমাদের টমেটো অবশ্যই প্রতিনিয়ত ব্যবহার
করতে হবে।তাহলে আমাদের উজ্জ্বলতা এবং মলিনতা ও চকচকে ভালো থাকবে।আমরা যদি বাইরের
প্রোডাক্ট ব্যবহার করার থেকে আমরা যদি টমেটো ব্যবহার করি তাহলে আমাদের ত্বককে
ভালো রাখবে জ্বালাপোড়া থেকে রক্ষা করবে এবং ত্বকের সতেজ বৃদ্ধি পাবে।
ছেলেদের ত্বকের যত্নে টমেটো
ছেলেদের ত্বকের যত্নে টমেটো এই টমেটোতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট ভিটামিন এ,ভিটামিন সি,এবং বিটা কেরোটিন,লাইসোপিন যা শরীরের ত্বককে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।আমরা জানি আমাদের
শরীরের মধ্যে ছোট ছোট লোমকোপ রয়েছে যা ময়লা জমে থাকে এই ময়লা দূর করার উত্তম
মাধ্যম হচ্ছে টমেটোর মাধ্যমে।কারণ এই টমেটোতে রয়েছে কো এনজাইম,ভিটামিন সি,যা শরীরের এবং লোমকূপের ময়লা দূর
করতে সাহায্য করে।
তবে কিছু অনেক নিয়ম রয়েছে যেমন এটি ব্যবহার করতে হলে আগে
টমেটো দুই ভাগ করে মিশিয়ে পুরো মুখে ভালোভাবে মেখে নিতে হবে তারপর কিছুক্ষণ পর
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারাবে না এবং
বলিরেখা ও মলিনতা থাকবে।বাইরে বের হলে সাধারণত ত্বকের অনেক ক্ষতি হয় কারণ বাহিরে সূর্যের তাপমাত্রা বেশি
এর জন্য ত্বকের জ্বালাপোড়া হয় ক্ষতি হয় এবং ধুলা-ময়লা জমে থাকে যার ফলে ত্বক
নষ্ট হয়ে যায়।
তবে বিশেষজ্ঞরা বলেছেন টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে যদি নিয়মিত টমেটো পিউর বানিয়ে
মুখে ব্যবহার করা হয় তাহলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।তবে এই
উপাদান ব্যবহারের ফলে ত্বকের শুষ্কতা কম থাকলেও এই টমেটো ব্যবহার করার ফলে ত্বকের
উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বক সতেজ থাকে আর সূর্যের তাপ থেকে রক্ষা করে।
শীতে ত্বকের যত্নে টমেটো
শীতে ত্বকের যত্নে টমেটো সাধারণত শীতের সময় আমাদের ত্বক শুষ্ক থাকে এবং অনেক ময়লা লোমকূপের মধ্যে জমে
থাকে যা ত্বকে জ্বালাপোড়া করে এতে ত্বক নষ্ট হয়ে যায়।এর হাত থেকে রক্ষা পেতে
টমেটো ত্বকের জন্য বিশেষ ভূমিকা পালন করে।কারণ এই টমেটোতে রয়েছে অনেক ক্যালোরি
ভিটামিন-সি,ভিটামিন এ এবং কেরোটিন পটাশিয়াম যা শরীরের ত্বকের জন্য খুবই উপকারী
উপাদান।
টমেটো মুখে মাখার উপকারিতা কি কি রয়েছে আমরা যদি প্রতিদিন টমেটো একটু স্লাইস
বানিয়ে মুখে লাগিয়ে রাখি তাহলে আমাদের ত্বক সুস্থ ও সতেজ থাকবে।কারণ আমাদের
লোমকূপ এর মধ্য অনেক ময়লা জীবাণু থেকে থাকে,এবং বেশি তৈলাক্তর জন্য ত্বক অনেক
শুষ্ক থাকে কালো দাগ পড়ে,ব্রণ বের হয়,তে ত্বকের মলিন উজ্জ্বলতা হারায়।
আরও পড়ুনঃ শীতের সময় ত্বকের জন্য টমেটোর ব্যবহার
ত্বকের যত্ন নিতে হলে অবশ্যই নিয়মিত টমেটো মিশ্রণ করে মুখে দিয়ে রাখতে হবে এবং
বাইরে বের হলে এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে,কারণ ওই উপাদানগুলো
ত্বককে ভালো রাখতে সাহায্য করে।তবে টমেটো আমরা সারা বছর ব্যবহার করতে পারি
তাছাড়া এতে অনেক ভিটামিন রয়েছে যা শরীরে অনেক কার্যক্ষমতা বৃদ্ধি করে।এই টমেটো
শুধু বাহিরে যে ভালো রাখে তা নয় শরীরেও অনেক
কোষ্ঠকাঠিন্য দূর করে
এবং হাড় শক্ত রাখে যা শরীরের কো এনজাইম হিসেবে কাজ করে।এতে রয়েছে
ফাইবার,পটাশিয়াম যা শরীরের বিভিন্ন অংশে কাজে লাগে এবং কার্যক্ষমতা অনেক।
টমেটো বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে
টমেটো বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে আমরা যদি প্রতিদিন নিয়মের বাহিরে অতিরিক্ত মাত্রায় টমেটো খাই তাহলে আমাদের
বিভিন্ন ক্ষতি হতে পারে।যেমন কিডনি পাথর হতে পারে,বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে
পারে,অস্থি সন্ধি গুলো ফুলে যেতে পারে।তাছাড়া এ উপাদানে রয়েছে অনেক ভিটামিন
যেমন পটাশিয়াম থায়ামিন ভিটামিন-সি যা অতিরিক্ত মাত্রায় খাওয়া বেশি হলে শরীরে
অনেকাংশে সমস্যা সাথে দেখা দিতে পারে।আবার টমেটো বেশি পরিমাণে খেলে ত্বকের সমস্যা
দেখা দিতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে।
টমেটো মুখে মাখার উপকারিতা
কি কি রয়েছে টমেটো অতিরিক্ত মাত্রায় খেলে শরীরে অনেক রোগ দেখা দিতে পারে যেমন
যাদের আগে থেকে অ্যাজমা বা গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তাদের অবশ্যই সর্তকতা থাকতে
হবে।কারণ এতে রয়েছে এন্টিজম পটাশিয়াম অক্সালেট উপাদান,যা অনেক ক্ষতি হতে
পারে।তবে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন।
লেখকের মন্তব্য
টমেটো কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি।আপনি যদি একজন
সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এগুলো জেনে রাখা উচিত।টমেটোতে
রয়েছে অনেক ভিটামিন পুষ্টি গুনাগুন এগুলো আমরা না খেয়ে অনেক নষ্ট করে থাকি তাই
নষ্ট না করে আমরা শরীরের কাজে বা ত্বকে কাজে ব্যবহার করব।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ,আপনি যদি আর্টিকেলগুলো
পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে ডেইলি ভিজিট করুন।আমরা প্রতিদিন
এ সকল আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি।আপনাদের সুস্থতা কামনা করে
এখানেই শেষ করলাম।
রিয়েল লাইফ সফট আইটিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url